Computer & Information Center

Academics / CIC

Training & Workshop

শাহজালাল বিজ্ঞান ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর কেন্দ্রিয় মিলনায়তনে  ১৭ জুলাই, ২০১৭ ইং ‘‘ওয়ার্কসপ অন অনলাইন রেজাল্ট প্রসেসিং সফটওয়ার (ORPS) সাস্ট’’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আমিনুল হক ভূইয়া।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তথ্য প্রযুক্তির এই যুগে যে কোন সিস্টেম ডিজিটালাইজেশনের বিকল্প নেই। দেশের প্রথম সারির এই বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ব্যবহারে বাংলাদেশে উৎকর্ষতা দেখিয়েছে। অনলাইন রেজাল্ট প্রসেসিং সফটওয়ার পরীক্ষার ফলাফল প্রকাশে দীর্ঘসুত্রিতার অবসান ঘটাবে।

 

আই.আই.সিটির ডিরেক্টর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিএসই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. রেজা সেলিম ও কম্পিউটার ও তথ্য কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল ইসলাম।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মো. মুজিবুর রহমান।