General Notice

সকল বিভাগ এবং দপ্তর সমূহকে তথ্য হালনাগাদ করার জন্য অনুরোধ জানানো হলো

Date : 03 Jul 2025 - 31 Dec 2026

এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এ বিশ্ববিদ্যালয়ের একটি অত্যন্ত সুদৃশ্য ওয়েবসাইট রয়েছে। বিশ্ববিদ্যালয়সমূহের র‍্যাঙ্কিংয়ে শাবিপ্রবির অবস্থান আরও উন্নত করার জন্য ওয়েবসাইটটিকে আরও সমৃদ্ধ এবং যথাযথভাবে হালনাগাদ করা অত্যন্ত জরুরি। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিভিন্ন বিভাগ/দপ্তর থেকে স্ব-স্ব বিভাগ/দপ্তর সমূহের বিভিন্ন তথ্য ও কার্যাবলীর বিবরণ এবং শিক্ষকদের প্রোফাইল সংক্রান্ত তথ্য আপলোড এবং এডিট করা সম্ভব। এজন্য প্রত্যেক বিভাগ/দপ্তরের এবং শিক্ষকদের আলাদা username ও password আছে যা ইতোমধ্যে বিভাগ/দপ্তরগুলোকে এবং শিক্ষকদেরকে প্রদান করা হয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম, অনুষ্ঠানাদি ও তথ্য যথাসময়ে ওয়েবসাইটে আপলোড করার জন্য প্রয়োজনীয় এক্সেস সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রদান করা হয়েছে। উল্লেখ্য, মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও উপাচার্য মহোদয় হতে বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হালনাগাদ করার জন্য তাগিদ রয়েছে।

এমতাবস্থায় জরুরী ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ এবং দপ্তর সমূহকে তথ্য হালনাগাদ করার জন্য অনুরোধ জানানো হলো। ওয়েবসাইট আপডেট এবং ইউজার পাসওয়ার্ড সংক্রান্ত যেকোনো প্রয়োজনে আইসিটি সেলে যোগাযোগ করার জন্যও অনুরোধ জানানো হলো।

প্রয়োজনে: ই-মেইল:[email protected]

কর্তৃপক্ষের অনুমোদনক্রমে