General Notice

Masters in IT তে এম-২ ও এম-৩ সেমি: এ ভর্তি/পুনঃভর্তি/ বিলম্ব ভর্তির জন্য নির্ধারিত ফি জমা দিয়ে রেজিস্ট্রার সপ্তরের একাডেমিক শাখায় এন্ট্রি পূর্বক ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে হবে। (বিজ্ঞপ্তি সংযুক্ত)

Date : 22 Jul 2025 - 17 Aug 2025

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নিম্নবর্ণিত তারিখ অনুযায়ী নির্ধারিত ফি সোনালী ব্যাংক ক্যাম্পাস শাখা এস-২ (৩৩০০০০১২) হিসাব নম্বরে অথরা epayment.sust.edu এর মাধ্যমে online এ নির্ধারিত ফি জমা দিয়ে ব্যাংক রশিদ রেজিস্ট্রার সপ্তরের একাডেমিক শাখায় এন্ট্রি পূর্বক নিম্নোক্ত সেমিস্টারের ভর্তি/পুনঃভর্তি/ বিলম্ব ভর্তির কার্যক্রম চলবে। (বিজ্ঞপ্তি সংযুক্ত)