General Notice

শাবিপ্রবি তে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে Masters by course work, Masters by Mixed Mode. Masters by Research, Doctoral by Research প্রোগ্রামে ভর্তির জন্য যোগ্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

Date : 07 Aug 2025 - 16 Sep 2025

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে Masters by course work, Masters by Mixed Mode. Masters by Research, Doctoral by Research প্রোগ্রামে ভর্তির জন্য যোগ্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে দরখাস্ত আহবান করা যাচ্ছে। ভর্তির যোগ্যতা এবং এ সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় অফিস ও ওয়েবসাইট www.sust.edu/admission/graduate-admission থেকে জানা যাবে।