General Notice

যে সকল শিক্ষার্থী স্নাতক সম্মান (সেশন=২০১৯-২০) সম্পন্ন করেছেন এবং এ বিশ্ববিদ্যালয়ে স্নাতকত্তোরে অধ্যয়ন করছেন (সেশন ২০২৩-২৪) সে সকল শিক্ষার্থীর মনোনয়ন সিজিপিএ মেধাক্রম অনুযায়ী মেধাবৃত্তির জন্য ০১ জন সহ মোট ১০ জন শিক্ষার্থীর মনোনয়ন আগামী ১৫/০১/২০২৬ ইং তারিখ

Date : 08 Jan 2026 - 16 Jan 2026

 

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, ঢাকা বাংলাদেশ কর্তৃক ২০২৫-২৬ অর্থবছরের জন্য এ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্মান শ্রেনীর চুড়ান্ত ফলাফলের উপর ভিত্তি কওে এবং যারা স্নাতকোত্তর শ্রেণীতে অধ্যয়নরত সে সকল শিক্ষার্থীদের মধ্যে এ বৃত্তি দেয়ার দেয়ার জন্য নির্ধারিত সংখ্যা মোতাবেক মেধা বৃত্তি= ১২ জন ও সাধারণ বৃত্তি-১৪১ জন, সহকারে মোট =১৫৩ জন শিক্ষার্থীর মনোনয়ন চেয়েছেন।

এ প্রেক্ষিতে আপনার অনুষদ থেকে প্রতিটি বিভাগে যে সকল শিক্ষার্থী স্নাতক সম্মান (সেশন=২০১৯-২০) সম্পন্ন করেছেন এবং এ বিশ্ববিদ্যালয়ে স্নাতকত্তোরে অধ্যয়ন করছেন (সেশন ২০২৩-২৪) সে সকল শিক্ষার্থীর মনোনয়ন সিজিপিএ মেধাক্রম অনুযায়ী মেধাবৃত্তির জন্য ০১ জন সহ মোট ১০ জন শিক্ষার্থীর মনোনয়ন আগামী ১৫/০১/২০২৬ ইং তারিখের মধ্যে সফট কপি academic-regsust.edu ও হার্ড কপি রেজিস্ট্রার, শাবিপ্রবি বরাবরে প্রেরণের জন্য অনুরোধ করা হলো। (বিজ্ঞপ্তি ও ফরম সংযুক্ত)