General Notice

এ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের এম ফিল এবং পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থী যারা চলমান শিক্ষাবর্ষের বাৎসরিক ভর্তি ফিস ইতোমধ্যে জমা দেন নাই তাদেরকে স্ব স্ব সেশন অনুযায়ী নির্ধারিত বাৎসরিক ভর্তি ফিস ৩০ জুন ২০২৫ এর মধ্যে বিশ্ববিদ্যালয়স্থ সোনালী

Date : 18 May 2025 - 30 May 2025

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের এম ফিল এবং পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থী যারা চলমান শিক্ষাবর্ষের বাৎসরিক ভর্তি ফিস ইতোমধ্যে জমা দেন নাই তাদেরকে স্ব স্ব সেশন অনুযায়ী নির্ধারিত বাৎসরিক ভর্তি ফিস ৩০ জুন ২০২৫ এর মধ্যে বিশ্ববিদ্যালয় অবস্থিত সোনালী ব্যাংক শাখার হিসাব নং এস-২(৩৩০০০০১২) এ জমা দিয়ে রেজিস্ট্রার দপ্তরের একাডেমিক শাখায় ১০৫ নং কক্ষে ভর্তি সম্পন্ন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। অন্যথায় একাডেমিক কাউন্সিলের ১৮০তম সভার সিদ্ধান্ত মোতাবেক এম ফিল প্রোগ্রামে টাকা ২০০০/-(দুই হাজার) এবং পিএইচডি প্রোগ্রামে টাকা ২৫০০/-(দুই হাজার পার্ট শত) জরিমানাসহ ভর্তি ফিস প্রদান করতে হবে। কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ বিজ্ঞপ্তি জারী করা হলো।