Procurements
এক বছরের জন্য মেসার্স বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অটেমেশন এন্ড ইক্যুইপমেন্ট সাপ্লাইয়ার, শেখঘাট, সিলেটকে এই বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার ক্রয়কার্যে অংশগ্রহণে বিরত রাখার সিদ্ধান্ত
Date : 24 Jul 2025 -
23 Jul 2026
বিশ্ববিদ্যালয়ের লিভারিজ সরবরাহের দরপত্র (PD/CPC/393-394/Rev/2024-25/20, Date: 20.02.2025, Package No: CPC/GR-268 (Re-Tender), CPC/GR-269(Re-Tender) আহ্বানের প্রেক্ষিতে মেসার্স বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অটেমেশন এন্ড ইক্যুইপমেন্ট সাপ্লাইয়ার, শেখঘাট, সিলেট দরপত্রের সাথে জমাকৃত ভুয়া কার্য সম্পাদনের প্রত্যয়নপত্র মিথ্যা প্রমাণিত হওয়ায় কর্তৃপক্ষ কর্তৃক নিম্নলিখিত সিদ্ধান্ত গৃহীত হয়েছে:
পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০০৮ এর ১২৭, ৪(ক), ৪(গ) অনুচ্ছেদ মোতাবেক তা আইনের পরিপন্থী হওয়ায় অত্র পত্র জারীর তারিখ হতে আগামী এক বছরের জন্য মেসার্স বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অটেমেশন এন্ড ইক্যুইপমেন্ট সাপ্লাইয়ার, শেখঘাট, সিলেটকে এই বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার ক্রয়কার্যে অংশগ্রহণে বিরত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সংশ্লিষ্ট সকলের অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে এ বিজ্ঞপ্তি জারী করা হলো