News and Events
শাবিপ্রবিতে “How to Improve the Ranking of SUST” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
Date : 30 Apr 2025
আজ বুধবার (৩০ এপ্রিল, ২০২৫) সকাল সাড়ে ১০ টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাস্ট র্যাঙ্কিং কমিটির আয়োজনে “How to Improve the Ranking of SUST” শিরোনামে সেমিনার আইআইসিটি ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, “বর্তমানে আমাদের ১৭টি প্রকল্পের কাজ চলমান রয়েছে। এসব প্রকল্প যথাযথভাবে সম্পন্ন করতে হলে সবার সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়ের জায়গা সংকট উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। আমরা যদি পরস্পরের সহযোগিতায় কাজ করি, তবে একটি ভালো ও গবেষণা-সহায়ক পরিবেশ গড়ে তোলা সম্ভব। আমাদের লক্ষ্য একটি গবেষণা-বান্ধব বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা। এজন্য গবেষণায় অর্থ বরাদ্দ বৃদ্ধির উপায় নিয়ে আমরা কাজ করছি।”
বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, “গবেষণার ক্ষেত্রে শিক্ষার্থীদের সক্রিয়ভাবে অন্তর্ভুক্ত করতে হবে। যেসব প্রকল্পে শিক্ষার্থীরা যুক্ত থাকে, সেগুলোতে আরও গুরুত্ব প্রদান জরুরি। ভবিষ্যতে একটি গবেষণা ফোরাম গঠন করা হবে, যা আন্তঃবিভাগীয় গবেষণাকে উৎসাহিত ও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সেমিনারে আরও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, স্কুল অব এপ্লাইড সায়েন্সেস এন্ড টেকনোলজির ডিন অধ্যাপক ড. মোহাম্মদ রেজা সেলিম, স্কুল অব লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মামুন, স্কুল অফ ফিজিক্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. মো. আহমেদ কবির চৌধুরী, স্কুল অব ম্যানেজমেন্ট এন্ড বিজনেস এডমিনিস্ট্রেশনের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ শাহিদুল হক, স্কুল অব এগ্রিকালচার এন্ড মিনারেল সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবু সাঈদ আরফিন খাঁনসহ বিভাগীয় প্রধান এবং পরিচালক মহোদয়গণ।
সেমিনারে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন সাস্ট র্যাঙ্কিং কমিটির অহ্বায়ক বিশিষ্ট অধ্যাপক ডঃ মুস্তাফিজুর রহমান।
সেমিনারটি সঞ্চালনা করেন সাস্ট র্যাঙ্কিং কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. আবু হায়াত মিঠু।