News and Events
শাবিপ্রবির সাবেক ভাইস চ্যান্সেলর ড. মোসলেহ উদ্দিন আহমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
Date : 30 Apr 2025
আজ বুধবার (৩০ এপ্রিল, ২০২৫) বিকাল সাড়ে ৪টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম।
মতবিনিময় সভায় অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ বাংলাদেশ সরকারের সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী সাইফুর রহমানের কথা স্মরণ করে বলেন, “আমি তাঁদের জন্য দোয়া করি, যাঁরা এই বাংলাদেশকে এনে দিয়েছেন। আমি জুলাই বিপ্লবের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। আমার জন্য আপনারা দোয়া করবেন।”
তিনি আরও বলেন, “কুরআন-হাদীসের আলোকে জীবন পরিচালনা করতে হবে। মা-বাবার খেদমত করাকে জীবনের অন্যতম কর্তব্য হিসেবে গ্রহণ করতে হবে।”
সভায় প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, “আমরা সব সময় প্রকাশ্যে ছিলাম, প্রকাশ্যে আছি এবং প্রকাশ্যেই থাকব। কিন্তু আজ আপনারা অনেকেই আমাদের মাঝে নেই। স্যার, আপনি আমাদের জন্য দোয়া করবেন। আমরা আপনাকে স্মরণ করি, করছি এবং সব সময় করব।”
মতবিনিময় সভায় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, বিভিন্ন দপ্তরের প্রধান, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির।