News and Events

শাবিপ্রবিতে চারদিনব্যাপী লাইব্রেরি ওরিয়েন্টেশন কার্যক্রমের উদ্বোধন

Date : 15 Jul 2025

আজ ১৫ জুলাই ২০২৫ তারিখ, মঙ্গলবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর ২০২৪-২০২৫ শিক্ষাবষের্র নবীন শিক্ষার্থীদের জন্য চারদিনব্যাপী কেন্দ্রীয় লাইব্রেরি ওরিয়েন্টেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়।


সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের ৩য় তলায় প্রধান অতিথি হিসেবে এই ওরিয়েন্টেশন কার্যক্রমের উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন।


ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী শিক্ষার্থীদের লাইব্রেরির নিয়মকানুন মেনে চলার আহবান জানিয়ে বলেন, লাইব্রেরিতে নিয়মিত আসার অভ্যাস গড়ে তুলতে হবে। বর্তমানে ই-লাইব্রেরির সুবিধা থাকলেও সরাসরি লাইব্রেরিতে এসে পড়াশোনা করলে অনুপ্রেরণা বাড়ে। বন্ধুবান্ধবদের সঙ্গে গ্রুপ করে পড়লে সম্পর্কও দৃঢ় হয়, জ্ঞানের আদান-প্রদান হয়। একাডেমিক সংক্রান্ত সমস্যাও সহজে সমাধান হয়। 


প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম বলেন, বিশ্ববিদ্যালয়ে আসার পর শিক্ষার্থীদের কিছু ‘অদৃশ্য’ শত্রু দেখা দেয়। ড্রপ দেয়া, পড়াশোনার প্রতি উদাসীনতা, ছোটোখাটো আয়ের লোভে পড়াশোনায় ব্যাঘাত, আউটসোর্সিংয়ের মোহ, ক্লাস বাদ দিয়ে আয় করার চিন্তা ইত্যাদি। এসব দিক থেকে সতর্ক থাকতে হবে।


শিক্ষার্থীদের উদ্দেশ্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন বলেন, তোমরা সবাই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যেই বিশ্ববিদ্যালয়ে এসেছো। এখানে শুধুমাত্র পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনই নয়, বরং নতুন ধারণা ও চিন্তাভাবনা সৃষ্টি এবং শেয়ার করাই মুখ্য।


লাইব্রেরি প্রশাসক অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত লাইব্রেরিয়ান ড. সোহেলী তামান্না, অতিরিক্ত লাইব্রেরিয়ান মোঃ কাওছার আহমদ, ডেপুটি লাইব্রেরিয়ান মোঃ জাকারিয়া বিশ্বাস, ডেপুটি লাইব্রেরিয়ান সেবিকা সুলতানা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডেপুটি লাইব্রেরিয়ান মোঃ মতিউর রহমান খান। 


কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের নবীন ১০০জন শিক্ষার্থী নিয়ে ওরিয়েন্টশন কার্যক্রমের উদ্বোধন করা হয়। এছাড়া ২০ জুলাই পর্যন্ত পর্যায়ক্রমে সব বিভাগের ওরিয়েন্টশন কার্যক্রম চলবে।


উল্লেখ্য, নতুন শিক্ষার্থীদের লাইব্রেরির বই, জার্নাল, দৈনিক পত্রিকা ও অন্যান্য রিসোর্সের ব্যবহার এবং তাদের লেনদেন সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়ার লক্ষ্যে লাইব্রেরি ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়।