News and Events

শাবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থানের ওপর নির্মিত চলচ্চিত্র প্রদর্শনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

Date : 18 Jul 2025

আজ ১৮ জুলাই, ২০২৫ তারিখ, শুক্রবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এ জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ এর অংশ হিসেবে জুলাই গণঅভ্যুত্থানের ওপর নির্মিত চলচ্চিত্র প্রদর্শনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন-১ এর কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।  


বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মোঃ আব্দুল জলিলের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন। 


মতবিনিময়কালে ভাইস চ্যান্সেলর জুলাই গণঅভ্যুত্থান ও রাষ্ট্রীয় নিপীড়নের চিত্র তুলে ধরে আন্তর্জাতিক মানের চলচ্চিত্র নির্মাণের আহবান জানান এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ও চোখ ফিল্ম সোসাইটির উদ্যোগের প্রশংসা করেন।


অন্যদিকে চোখ ফিল্ম সোসাইটির প্রতিনিধিরা তাদের নানা কর্মসূচি উপস্থাপন করে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।


মতবিনিময়কালে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ এছাক মিয়া, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক ফারহানা রহমান, সিলেট জেলা তথ্য অফিসের পরিচালক মীর মোহাম্মদ আসলাম উদ্দিন, শিক্ষার্থী পলাশ বখতিয়ার, ফয়সাল হোসেন, চোখ ফিল্ম সোসাইটির সভাপতি সাকিব মিয়া, সাধারণ সম্পাদক মোঃ হামিম চৌধুরী প্রমুখ।  


মতবিনিময় শেষে বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বাংলাদেশ ফিল্ম আর্কাউভ ও চোখ ফিল্ম সোসাইটির যৌথ আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানের ওপর নির্মিত ‘শ্রাবণ বিদ্রোহ' ও ‘দ্যা মনসুন রেভ্যুলেশন’ নামক দুটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।