News and Events

বেগম রাবেয়া খাতুন চৌধুরী নার্সিং কলেজ পরিদর্শনে শাবিপ্রবি ভাইস চ্যান্সেলর

Date : 27 Oct 2025

আজ ২৭ অক্টোবর, ২০২৫ তারিখ, সোমবার দুপুরে শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর অধিভুক্ত বেগম রাবেয়া খাতুন চৌধুরী নার্সিং কলেজ পরির্দশন করেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন, মেডিকেল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ জিয়াউর রহমান চৌধুরী এবং মহাবিদ্যালয় পরিদর্শক (ভারপ্রাপ্ত) মোঃ ইউনুস আলীসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
পরিদর্শক দল জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজে পৌঁছলে কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. মোঃ আবেদ হোসেনসহ সিনিয়র শিক্ষকবৃন্দ তাঁদের স্বাগত জানান।
পরে বেগম রাবেয়া খাতুন চৌধুরী নার্সিং কলেজের শিক্ষকবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বেসিক বিএসসি ইন নার্সিং ও পোস্ট বেসিক বিএসসি ইন নার্সিং কোর্সের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের অধিভুক্তি নবায়ন সংক্রান্ত বিষয়সহ শিক্ষা কার্যক্রমের অগ্রগতি ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।
ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী কলেজের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
সভায় নার্সিং কলেজের প্রিন্সিপাল অঞ্জলী রানী দেবসহ কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে ভাইস চ্যান্সেলর নার্সিং কলেজের ল্যাবরেটরি ও ক্লাসরুম পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সার্বিক খোঁজখবর নেন।