News and Events
শাবিপ্রবি ভাইস চ্যান্সেলরের সাথে পূবালী ব্যাংকের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
Date : 11 Nov 2025
আজ ১১ নভেম্বর, ২০২৫ তারিখ, মঙ্গলবার সকাল ১০টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরীর সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ আলীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল।
সাক্ষাৎকালে ভাইস চ্যান্সেলর অতিথিদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানান। আলোচনায় দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন, রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, এস্টেট কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ আবুল হাসনাত এবং রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোঃ আবুল কালাম আজাদ প্রমুখ।
অন্যদিকে পূবালী ব্যাংক পিএলসির প্রতিনিধি দলে ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ আলী, প্রিন্সিপাল অফিস, সিলেট-এর মহাব্যবস্থাপক চৌধুরী মোঃ শফিউল হাসান, উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান (সিলেট পূর্ব) মোঃ ফজলুল কবীর চৌধুরী, উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান (মৌলভীবাজার) মোঃ মুশফিকুর রহমান,
উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান (সিলেট পশ্চিম) মোঃ রুহুল আমীন, উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান (হবিগঞ্জ) সমবারু চন্দ্র মোহন্ত, উপমহাব্যবস্থাপক ও শাখা প্রধান (সিলেট)
প্রদ্যোত কান্তি দাসসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।