News and Events

ছহিফাগঞ্জ সুলতানিয়া আলিম মাদরাসার শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি শাবিপ্রবি ভাইস চ্যান্সেলর

Date : 04 Jan 2026

আজ ৪ জানুয়ারি, ২০২৫ তারিখ, রোববার বেলা ১২টায় বিশ্বনাথের ছহিফাগঞ্জ সুলতানিয়া আলিম মাদরাসার শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। 


প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, শতবর্ষ পূর্তি যেকোনো প্রতিষ্ঠানের জন্যই অত্যন্ত গৌরবের বিষয়। শাবিপ্রবির বয়স বর্তমানে ৩৫ বছর। সে তুলনায় এ প্রতিষ্ঠান অনেক পুরোনো। শতবছরের পথচলায় ইসলামিক প্রতিষ্ঠানগুলোর বিকাশ কখনোই সহজ ছিল না। নানা সংকট ও অবহেলার মুখোমুখি হতে হয়েছে। তবে সব বাধা-বিপত্তি উপেক্ষা করেই এসব প্রতিষ্ঠান টিকে আছে এবং এগিয়ে চলছে।


তিনি আরও বলেন, শিক্ষা সব সময়ই গুরুত্বপূর্ণ। শিক্ষার প্রথম স্তর ছিল অহিভিত্তিক শিক্ষা, পবিত্র কুরআনের শিক্ষা। আমাদের কুরআন থেকে শিক্ষা নিতে হবে। বর্তমান বিজ্ঞানভিত্তিক শিক্ষার বীজও শুরু থেকেই এতে নিহিত ছিল। যুগে যুগে নবী-রাসুলগণ কুরআনের শিক্ষা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। তাই ইসলামি শিক্ষাকে যথাযথ গুরুত্ব দিতে হবে। এ প্রতিষ্ঠান ভবিষ্যতে আরও এগিয়ে যাবে, ইনশাআল্লাহ।


রাগীব রাবেয়া ফাউন্ডেশন, সিলেট-এর চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটি, সিলেট-এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন এবং সিলেট-২ আসনের সংসদ সদস্য প্রার্থী তাহসিনা রুশদীর লুনা প্রমুখ। 


অনুষ্ঠান শেষে মাননীয় ভাইস চ্যান্সেলর অতিথিদের নিয়ে 'রক্তাক্ত জুলাই কর্নার', 'শহীদ ওসমান হাদী কর্নার'সহ বিভিন্ন স্টল পরিদর্শন করেন।