News and Events
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত ও শোক বইয়ে স্বাক্ষর করেন শাবিপ্রবি ভাইস চ্যান্সেলর
Date : 03 Jan 2026
বাংলাদেশের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।
আজ ৩ জানুয়ারি ২০২৬ শনিবার টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইউএসএ থেকে বিকেলে দেশে ফিরে বিমানবন্দরে নেমে সরাসরি তিনি রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। এ সময় তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।
কবর জিয়ারত শেষে তিনি গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন এবং গভীর শোক ও সমবেদনা জানান।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়া ইন্তেকাল করেন।