News and Events

সাস্ট রিসার্চ সোসাইটির গবেষণা কর্মশালায় প্রধান অতিথি শাবিপ্রবি ভাইস চ্যান্সেলর

Date : 07 Jan 2026

আজ ৭ জানুয়ারি, ২০২৬ তারিখ, বুধবার সন্ধ্যায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর কেন্দ্রীয় মিলনায়তনে সাস্ট রিসার্চ সোসাইটির আয়োজনে 'Research Workshop: The Path to Academic Excellence' শীর্ষক গবেষণা কর্মশালা অনুষ্ঠিত হয়।


কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন এবং সাস্ট রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোঃ আবুল কালাম আজাদ।


কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির গবেষক এবং ন্যানোম্যাটেরিয়ালস ও এনার্জি টেকনোলজি বিষয়ক গবেষণা কেন্দ্রের প্রধান অধ্যাপক ড. সাইদুর রহমান।


এছাড়া বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবির সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. তুলসী কুমার দাস। আরও বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদা ইসলাম। 


কর্মশালায় গবেষণা নৈতিকতা ও সততা, উচ্চমানের (Q1/Q2) জার্নালে প্রকাশনার কৌশল, গবেষণাপত্রের আদর্শ কাঠামো, উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক গবেষণা সহযোগিতার পাশাপাশি Zotero এর মতো রেফারেন্স ম্যানেজমেন্ট টুল ব্যবহারের ওপর বিস্তারিত আলোচনা করা হয়।


এতে শাবিপ্রবিসহ সিলেটের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সহস্রাধিক শিক্ষার্থী ও শিক্ষক অংশগ্রহণ করেন।