About Us

News & Events

ড. মুহম্মদ জাফর ইকবাল-এর উপর ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট-এ সকাল ১১ টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ এর উদ্যেগে বিশাল মানববন্ধন

Date : 2018/03/04

বরেণ্য শিক্ষাবিদ, লেখক ও গবেষক প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবাল-এর উপর ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট-এ সকাল ১১ টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ এর উদ্যেগে বিশাল মানববন্ধনের আয়োজন করা হয়। এতে সর্বস্থরের কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহন করেন।
মানববন্ধন শেষে প্রশাসন ভবনের সামনে সমাবেশে ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস বলেন, এই বিশ্ববিদ্যালয়ে গর্বের ব্যাক্তিত্ব প্রিয় ড. মুহম্মদ জাফর ইকবাল স্যারের উপর হামলায় আমরা বিশ্ববিদ্যালয় পরিবার শোকাহত। অবিলম্বে হামলাকারী ও হামলার পরিকল্পনাকারীদের দৃষ্ঠান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।