About Us

News & Events

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট-এর আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০১৮ এর শুভ উদ্বোধন

Date : 2018/03/12

আজ ১২ মার্চ, ২০১৮ তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট-এর আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০১৮ এর শুভ উদ্বোধন করেন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করা শিক্ষার্থীদের জন্য অপরিহার্য। তবে খেলার সময়ও শিক্ষার্থীসহ সকলকে সততা বজায় রাখতে হবে। কোনভাবেই যাতে শৃঙ্খলা ভঙ্গ না হয় সেব্যাপারে শিক্ষার্থীদের সজাগ থাকতে হবে। প্রতিযোগিতায় উত্তেজনাকর মুহুর্তে প্রতিপক্ষের উপর আক্রমন করা থেকে বিরত থাকতে হবে।