About Us

News & Events

নেপালে বিমান দুর্ঘটনায় নিহত জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের মেধাবী শিক্ষার্থীদের মৃত্যুতে শাবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদের বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ

Date : 2018/03/14

গত ১২ মার্চ, ২০১৮ তারিখ নেপালে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের নেপালী মেধাবী শিক্ষার্থীদের মৃত্যুতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেটের ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
ভাইস চ্যান্সেলর মেধাবী শিক্ষার্থীবৃন্দসহ বিমান দুর্ঘটনায় নিহত সকলের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান। তিনি দুর্ঘটনায় আহত চিকিৎসাধীন যাত্রীদের দ্রুত সুস্থতা কামনা করেন।