About Us

News & Events

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আইকিউএসি এর তত্ত্বাবধানে দুইদিন ব্যাপী ছাত্র পরামর্শক বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Date : 2018/04/17

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর তত্ত্বাবধানে দুইদিন ব্যাপী ছাত্র পরামর্শক বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
সোমবার ও মঙ্গলবার সকাল ৯ ঘটিকা হতে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর সেমিনার কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ আশরাফুল আলমের সঞ্চালনায় ও আইকিউএসির পরিচালক প্রফেসর ড. আবদুল আউয়াল বিশ্বাসের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবির মাননীয় উপাচার্য প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ এবং রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন শাবির কাউন্সিলিং সাইকোলজিস্ট জনাব ফজিলাতুন্নেসা ও ওসমানী মেডিকেল কলেজ এন্ড হসপিটালের সাইকিয়াট্রি বিভাগের প্রধান ডাঃআর কে এস রয়েল। প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন সকল অনুষদের ডীন, সকল বিভাগীয় প্রধান, প্রক্টরগণ, সকল হলের প্রভোস্টগণ এবং ছাত্র উপদেষ্টা ও নির্দেশক।