About Us

News & Events

শাবিপ্রবির উপাচার্য প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ এর সাথে HEQEP Project এর International IP Expert প্রফেসর ড. অরবিন্দ চিনচুরে সৌজন্য সাক্ষাৎ

Date : 2018/05/03

আজ ০৩ মে, ২০১৮ তারিখ সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন-২ এর সভাকক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ এর সাথে HEQEP Project এর International IP Expert প্রফেসর ড. অরবিন্দ চিনচুরে সৌজন্য সাক্ষাৎ করেন।

পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. ইয়াসমিন হক-এর প্রকল্পের প্যাটেন্ট ফাইলিং-এর ড্রাফট তৈরী উপলক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।