About Us

News & Events

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আইকিউএসি এর তত্ত্বাবধানে সমাজবিজ্ঞান বিভাগের পিয়ার রিভিউ প্রোগ্রাম শেষ হয়েছে।

Date : 2018/05/10

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর তত্ত্বাবধানে সমাজবিজ্ঞান বিভাগের পিয়ার রিভিউ প্রোগ্রামশেষ হয়েছে। এর মধ্যে দিয়ে আইকিউএসির তত্ত্বাবধানে শাবির ২৫টি বিভাগের পিয়ার রিভিউই শেষ হল।

তিন দিনব্যাপী এ প্রোগ্রামে বিশেষজ্ঞগণ ছিলেন প্রফেসর ড. এস জে বি এ জয়াসিকারা (শ্রীলঙ্কা), রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের প্রফেসর কাজী তোবারক হোসেন (অবসরপ্রাপ্ত) ও চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক প্রফেসর ড. তৌফিক সাইদ।
সকাল সাড়ে ১১ ঘটিকায় শাবির উপাচার্য প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদের সাথে উপাচার্যের সেমিনার রুমে বিশেষজ্ঞদের সৌজন্য সাক্ষাত হয়। এ সময় আইকিউএসির পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ আশরাফুল আলমসহ সমাজ বিজ্ঞান বিভাগের সেলফ অ্যাসেসমেন্ট কমিটির প্রধান প্রফেসর ড. মোঃ আব্দুল গণি, সদস্য প্রফেসর ড. কামাল আহমেদ চৌধুরী ও সদস্য প্রফেসর ড. মোহাম্মাদ জসীম উদ্দিন উপস্থিত ছিলেন।