About Us

News & Events

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট-এ উন্মুক্ত দাবা, ক্যারম ও টেবিল-টেনিস প্রতিযোগিতা-২০১৮ এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণ

Date : 2018/05/09

আজ ০৯ মে, ২০১৮ তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট-এ বিকাল সাড়ে ৪ টায় শারীরিক শিক্ষা ভবনে উন্মুক্ত দাবা, ক্যারম ও টেবিল-টেনিস প্রতিযোগিতা-২০১৮ এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণ করেন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ বলেন, পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য পড়াশুনার পাশাপাশি খেলাধুলাকে এ বিশ্ববিদ্যালয় সব সময় উৎসাহিত করে। খেলাধুলার মাধ্যমে গড়ে উঠা ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের সম্পর্ক আগামী দিনে সকলের সাথে দেশের জন্য কাজ করার স্পৃহা সৃষ্টি করবে।