About Us

News & Events

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে উন্নয়নমূলক পরিকল্পনা বিষয়ক কর্মশালা

Date : 2018/05/20

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে উন্নয়নমূলক পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ ঘটিকায় বাংলা বিভাগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলা বিভাগের সেলফ অ্যাসেসমেন্ট কমিটির প্রধান প্রফেসর ড. শরদিন্দু ভট্টাচার্য এবং সঞ্চালনায় ছিলেন বিভাগীয় প্রধান প্রফেসর ড. আশরাফুল করিম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবির মাননীয় উপাচার্য প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন শাবির আইকিউএসির পরিচালক প্রফেসর ড. আবদুল আউয়াল বিশ্বাস এবং রিসোর্স পারসন হিসেবে ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম। কর্মশালায়বাংলা বিভাগের সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।