About Us

News & Events

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় উপাচার্য ও সমাজকর্ম বিভাগের প্রতিষ্ঠাতা বিভাগীয় প্রধান প্রফেসর এম. হাবিবুর রহমান-এর ১২তম মৃত্যুবার্ষিকী

Date : 2018/07/29

আজ ২৯ জুলাই, ২০১৮ তারিখ সকাল ১১ টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট-এ মিনি অডিটোরিয়ামে সমাজকর্ম বিভাগের আয়োজনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় উপাচার্য ও সমাজকর্ম বিভাগের প্রতিষ্ঠাতা বিভাগীয় প্রধান প্রফেসর এম. হাবিবুর রহমান-এর ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন বলেন, প্রফেসর এম. হাবিবুর রহমান আদর্শ শিক্ষক, ভালো গবেষক, দূরদর্শী প্রশাসক ছিলেন। বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় তাঁর অবদান সব সময় স্মরণীয় হয়ে থাকবে।
সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. ফয়সল আহমেদের সভাপতিত্বে স্মরণসভায় প্রফেসর এম. হাবিবুর রহমান-এর জীবন ও কর্ম শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন সহযোগী অধ্যাপক মো. আবুল কাসেম ।