About Us

News & Events

অফিস আদেশ (ইনোভেশন টিম গঠন )

Date : 2018/08/06

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের লক্ষ্যে উপাচার্য মহোদয় নিম্নোক্তভাবে ইনোভেশন টিম গঠন করেছেন।
১। প্রফেসর ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ, ডিন, ডীন, এপ্লাইড সায়েন্স অনুষদ, শাবিপ্রবি - আহবায়ক
২। প্রফেসর ড. এস এম সাইফুল ইসলাম, রসায়ন বিভাগ, শাবিপ্রবি - সদস্য
৩। জনাব সোহেল উদ্দিন আহম্মদ, অতিরিক্ত পরিচালক, হিসাব দপ্তর, শাবিপ্রবি - সদস্য
৪। জনাব ফয়জুন্নেছা বেগম, উপ-পরিচালক, হিসাব দপ্তর, শাবিপ্রবি - সদস্য
৫। জনাব মো. আবু হেনা পহিল, সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ, শাবিপ্রবি - সদস্য
৬। জনাব শারমিন আক্তার, প্রভাষক, পিএমই বিভাগ, শাবিপ্রবি - সদস্য
৭। জনাব মো. রবিউল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা, শাবিপ্রবি - সদস্য
৮। জনাব চম্পক রঞ্জন তালুকদার, সহকারী পরিচালক, হিসাব দপ্তর, শাবিপ্রবি - সদস্য-সচিব