About Us

News & Events

ইউজিসি স্বর্ণপদক পেলেন শাবিপ্রবির চার শিক্ষক

Date : 2018/09/12

গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চার প্রফেসরকে ইউজিসি স্বর্ণপদক-২০১৭ দেয়া হয়। শিক্ষকরা হলেন রসায়ন বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ ইউনুছ, একই বিভাগের প্রফেসর ড. আব্দুস সোবহান, জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের প্রফেসর ড. মো. আবুল কালাম আজাদ এবং সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. শাহ মো. আতিকুল হক। ইউজিসির ওয়েবসাইটে প্রকাশিত স্বর্ণ পদকের জন্য মনোনিত শিক্ষকদের তালিকা থেকে এ তথ্য জানা গেছে।

কনজুগেটেড ডোনর-একসেপটরযুক্ত ফিনাইল ইথাইনাইল যৌগের প্রস্তুতি, তাদের অপটিকেল ও থার্মাল গুণাগুণ বিশ্লেষন নিয়ে গবেষণা করে কেমিক্যাল, বায়োকেমিক্যাল ও পরিবেশ বিজ্ঞান শাখায় প্রফেসর ড. মো.ইউনুছ, পরিবেশের নিরাপত্তায় ফটোক্যাটালিক এক্টিভিটি ও সেন্সর ডেভেলপমেন্ট নিয়ে গবেষণা করে ভৌত বিজ্ঞান শাখায় প্রফেসর ড. আব্দুস সোবহান, যক্ষা রোগের নতুন প্রতিষেধক এন্টি ৮৫বি নামক পেপটাইড ভ্যাকসিন হিসেবে ব্যবহার উপযোগী ফর্মূলার জন্য ক্লিনিক্যাল, ফার্মাসিউটিক্যাল ও মেডিকেল ক্যাটারগরিতে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের প্রফেসর ড. মো. আবুল কালাম আজাদ এবং বাংলাদেশের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে জলবায়ু পরিবর্তনের ধারণার পরিবর্তন নিয়ে গবেষণা করে অর্থনীতি ও সমাজবিজ্ঞান ক্যাটাগরিতে প্রফেসর ড. শাহ মো. আতিকুল হক স্বর্ণ পদকের জন্য মনোনীত হয়েছেন।