About Us

News & Events

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট-এ সিইপি বিভাগের উদ্যোগে "Workshop on The Achievement Of The Project (HEQEP Sub Project CP-6210)” শীর্ষক কর্মশালার অনুষ্ঠিত

Date : 2018/09/23

আজ ২৩ সেপ্টেম্বর, ২০১৮ তারিখ সকাল ১০.০০ টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট-এ কেমিক্যাল ইজ্ঞিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্সেস (সিইপি) বিভাগের উদ্যোগে "Workshop on The Achievement Of The Project (HEQEP Sub Project CP-6210)” শীর্ষক কর্মশালার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ২০১৭ সালের মে মাসে শুরু হওয়া এই প্রজেক্ট সফলতার সাথে সম্পন্ন হয়েছে যার মাধ্যমে একটি ইন্সট্রুমেন্টাল ল্যাব ও একটি সর্বাধুনিক কম্পিউটার সিমুলেশান ল্যাব স্থাপন করা হয়েছে যা সিইপি বিভাগের গবেষণা কার্যক্রমকে নতুন ও কার্যকরী মাত্রা দেবে। তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে গতিশীল এবং মানসম্পন্ন করতে সকল বিভাগে মাল্টিমিডিয়া প্রজেক্টর প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উন্নয়নের এই প্রচেষ্টা অব্যাহত আছে এবং থাকবে।