About Us

News & Events

এসিএম আইসিপিসি প্রতিযোগিতায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিম ‘সাস্ট ডেসিফ্রেডর’ দেশ সেরা

Date : 2018/11/15

কম্পিউটার প্রোগ্রামিংয়ের সবচেয়ে মর্যাদাকর ইভেন্ট ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট (এসিএম আইসিপিসি) প্রতিযোগিতায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিম ‘সাস্ট ডেসিফ্রেডর’ দেশ সেরা। ১৪ নভেম্বর, ২০১৮ তারিখ বিকালে ভিসি মহোদয়ের সাথে ট্রফি সহ সাক্ষাত করেন কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষকবৃন্দ।