আজ ৩০ নভেম্বর, ২০১৮ তারিখ সকাল ৯.৩০ টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এ গণিত বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল মাঠে “Bangladesh Mathematical Society- A. F. Mujibur Rahman Foundation 10th National Undergraduate Mathematics Olympiad- 2018 (Sylhet Region)” শীর্ষক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ অংশগ্রহণকারী সকল প্রতিযোগিদের ধন্যবাদ দিয়ে বলেন, গণিতের অবদান আমাদের জীবনে অনস্বীকার্য। বিশ্বায়নের নবদিগন্তের সুফল ঘরে তোলতে গণিতের ব্যবহার কার্যকরী পর্যায়ে পৌঁছাতে হবে। গণিতকে মনের গভীরে স্থান করে দিতে আজকের এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।
© 2022 SUST. All rights reserved.