About Us

News & Events

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট-এ যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

Date : 2019/03/26

আজ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট-এ যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সকাল ৭.৩০ মিনিটে প্রশাসন ভবন-২ এর সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। দিবসটির অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ এর নেতৃত্বে ৭.৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পন, সকাল ৮ টায় মুক্ত মঞ্চে বঙ্গবন্ধুর ভাষন, ৮.৩০ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, সকাল ৯ টায় স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তমঞ্চের সামনে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠান।