About Us

News & Events

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মশাবাহিত রোগ বিষয়ে সচেনতামূলক সভা অনুষ্ঠিত

Date : 2019/04/28

আজ ২৮ এপ্রিল, ২০১৯ তারিখ সকাল ১০টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভাকক্ষে মশাবাহিত রোগ- ডেঙ্গু, চিকনগুনিয়া, ফাইলেরিয়া ও ম্যালিরিয়া বিষয়ে সচেনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষক প্রফেসর ড. কবিরুল বাশার।

ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ বলেন, মশাবাহিত রোগ প্রতিরোধের জন্য আমাদের সচেতন হতে হবে। আমরা যদি আমাদের চারপাশ পরিষ্কার রাখি, তাহলে আমরা ডেঙ্গু, চিকনগুনিয়া, ফাইলেরিয়া ও ম্যালিরিয়ার মতো অনেক রোগ থেকে নিজেদের রক্ষা করতে পারব। তিনি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজক প্রতিষ্ঠান-এসিআই লিমিটেড, জনসন এবং স্যামস-৯২-কে সুন্দর উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।