About Us

News & Events

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট-এ ছাত্র-ছাত্রীদের জন্য দুটি নতুন বাস উদ্বোধন

Date : 2019/04/30

আজ ৩০ এপ্রিল, ২০১৯ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট-এ ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ দুপুর ১২টায় ছাত্র-ছাত্রীদের জন্য দুটি নতুন বাস উদ্বোধন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হারুনুর রশিদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. আনোয়ারুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এস এম সাইফুল ইসলাম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর মোহাম্মদ আনোয়ার হোসেন, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মো. রাশেদ তালুকদার, প্রক্টর প্রফেসর জহির উদ্দিন আহমদ, রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, দপ্তর প্রধান এবং অফিসার্স এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রমুখ উপস্থিত ছিলেন।