About Us

News & Events

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল এটেনডেন্স চালুর লক্ষ্যে কর্মকর্তা ও কর্মচারীদের আঙ্গুলের ছাপ ও ছবি সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

Date : 2019/07/31

আজ ৩১ জুলাই, ২০১৯ তারিখ সকাল ১০টায় সিন্ডিকেট সভাকক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ ডিজিটাল এটেনডেন্স চালুর লক্ষ্যে কর্মকর্তা ও কর্মচারীদের আঙ্গুলের ছাপ ও ছবি সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, সরকারের ডিজিটালাইজেশন কর্মসূচির অংশ হিসেবে এ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ডিজিটাল এটেনডেন্স সিস্টেম চালু করা হবে। এর মাধ্যমে অফিসে কাজের গতি ও স্বচ্ছতা বৃদ্ধি পাবে। এ লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করছি।