About Us

News & Events

নাশা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে ডেটা ব্যাবহার ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জনকারী টিম অলিককে জিইই বিভাগের আয়োজনে সংবর্ধনা প্রদান

Date : 2019/10/17

আজ ১৭ অক্টোবর, ২০১৯ তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট-এ সকাল ৯.০০ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিল্ডং এ-এর গ্যালারিতে নাশা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে ডেটা ব্যাবহার ক্যাটাগরিতে সারা বিশ্বে প্রথম স্থান অর্জনকারী শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিম অলিককে ভূগোল ও পরিবেশ বিভাগের আয়োজনে সংবর্ধনা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, টিম অলিক শুধু বিশ্ববিদ্যালয়কে নয় টিম অলিক পুরোদেশকে গৌরবান্বিত করেছে। টিম অলিকের সাফল্যে আমরা সবাই উজ্জ্বীবিত। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের বিশ্বমানের করে গড়ে তুলতে পুথিগত বিদ্যার পাশাপাশি ব্যবহারিক শিক্ষা অর্জন খুবই প্রয়োজনীয় । আর তাই সকল শিক্ষার্থীদের সৃজনশীল সহশিক্ষা কার্যক্রমকে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব সময় উৎসাহিত করছে যাতে করে টিম অলিকের মত সৃজনশীল কাজে এ বিশ্ববিদ্যালয় দেশের গর্ব হতে পারে।