সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের ল্যাবে করোনাভাইরাস কোভিড-১৯-এর নমুনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাবের উদ্বোধন করা হয়েছে। ১৮ মে বেলা ৩টায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এই ল্যাব উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সিভিল সার্জন ডা: প্রেমানন্দ মন্ডল, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানগণ।
১৯ মে থেকে এই ল্যাবে করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষা শুরু হয়েছে। ইতোমধ্যে বিশ্ববদ্যিালয়ের পিসিআর ল্যাবের প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। ল্যাব পরিচালনার জন্য শিক্ষকদের প্রশিক্ষণও প্রদান করা হয়েছে। ল্যাবের নিরাপত্তা ব্যবস্থায় ডবল বায়োসেইফটি কেবিনেট ব্যবহার করা হয়েছে, যা দেশের অন্যান্য ল্যাবগুলোতে একটা ব্যবহার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষাভবন ‘ই’ এর জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের ২২৫ নম্বর কক্ষে এ ল্যাব চালু হয়েছে।
© 2022 SUST. All rights reserved.