About Us

News & Events

"স্বাধীন বাংলাদেশ অভ্যুদ্বয়ের ইতিহাস" শিরোনামে কোর্সের অংশ হিসেবে ৭মার্চের ভাষণকে পাঠ্যসূচির অন্তর্ভূক্তকরণ

Date : 2020/09/14

গতকাল ১৩ সেপ্টেম্বর, ২০২০ তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেটের একাডেমিক কাউন্সিলের ১৬০তম সভা অনলাইনে অনুষ্ঠিত হয়। ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমদ এতে সভাপতিত্ব করেন।
সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭মার্চের ভাষণকে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক স্তরে পাঠ্যবইয়ে অন্তভূক্ত করার ব্যাপারে হাইকোর্টের নির্দেশনা ও শিক্ষা মন্ত্রণালয়ের পত্রের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় উপস্থিত সদস্যবৃন্দের মতামত ও আলোচনার প্রেক্ষিতে ৭মার্চের ভাষণকে পাঠ্যসূচির অন্তর্ভূক্ত করা সিদ্ধান্ত গৃহীত হয়। 'স্বাধীন বাংলাদেশ অভ্যুদ্বয়ের ইতিহাস’ শিরোনামে কোর্সের অংশ হিসেবে এ ভাষণ পড়ানো হবে।
উল্লেখ্য, ২০১৭ সালে ইউনেস্কো কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭মার্চের ভাষণ বিশ্বপ্রামাণ্য ঐহিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার প্রেক্ষিতে গত শিক্ষাবর্ষ থেকে এ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পাঠ্যসূচিতে ‘আত্মজৈবনিক রচনা’ শিরোনামে একটি কোর্সে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ অন্তর্ভূক্ত করা হয়।