About Us

News & Events

‘সাস্ট ই-পেমেন্ট সার্ভিস’ এর উদ্বোধন

Date : 2020/12/18

গত ১৬ ডিসেম্বর ‘সাস্ট ই-পেমেন্ট সার্ভিস’ এর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
সাস্ট ই-পেমেন্ট সিস্টেমে (https://epayment.sust.edu) প্রবেশ করে নির্ধারিত তথ্য প্রদান সাপেক্ষে নির্ধারিত ফি জমা দিতে পারবেন। এতে বিশ্ববিদ্যালয়ের যেকোনও শিক্ষার্থী ঘরে বসেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফি (সেমিস্টার রেজিস্ট্রেশন ফি, ক্রেডিট ফি প্রভৃতি) বিকাশ, রকেট, ভিসা/মাস্টার কার্ড কিংবা সোনালী ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অনলাইনে খুব সহজেই জমা দিতে পারবে।

Learn More