About Us

News & Events

প্রেসবিজ্ঞপ্তি

Date : 2017/11/20

গত ১৮ নভেম্বর, ২০১৭ তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর ভাবে অনুষ্ঠিত হয়েছে। উক্ত পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্নের জন্য বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি, বিশ্ববিদ্যালয় পরিবাবের সকল সদস্য, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছে।

পরীক্ষা চলাকালীন সময়ে ভুল বোঝাবুঝি কে পুঁজি করে কোন মহল যাতে হীন উদ্দেশ্য বাস্তবায়ন করতে না পারে সেজন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অত্যন্ত সজাগ রয়েছে। পরীক্ষা চলাকালীন দু-একটি সেন্টারে যে সামান্য ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল তা ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে।