"তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ" এর আওতায় "বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)" এর অধীনে "উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ প্রকল্প (iDEA)" হতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান -এর জন্মশত বার্ষিকী উপলক্ষে "বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট (BIG)" ২০২০ প্রতিযোগীতা আয়োজন করা হয়েছে । তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক, এমপি এর উপস্থিতিতে এই কন্টেস্টের উদ্ভোধনী অনুষ্ঠান গত ২৫ নভেম্বর ২০২০ (বুধবার) অনুষ্ঠিত হয়।
কন্টেস্টটিতে অংশ নিতে এবং রেজিস্ট্রেশনসহ বিস্তারিত জানতে ভিজিট করতে হবে : www.big.gov.bd
উপস্থিতি নিশ্চিতকরণের লক্ষ্যে নিম্নোক্ত গুগল ফর্ম লিংকটিতে ১৬ই ডিসেম্বর সন্ধ্যা ৭টার মধ্যে নিবন্ধন করার জন্য অনুরোধ করা হলো । অনলাইন ক্যাম্পেইনে অংশগ্রহনের রেজিস্ট্রেশন লিংক : https://forms.gle/kjF6njeSyYcGpL9r6
© 2021 SUST. All rights reserved.