সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মার্স্টাস ও চতুর্থ বর্ষ প্রথম সেমিস্টার এবং চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা আগামী ১৭ জানুয়ারী, ২০২১ থেকে শুরু হবে এবং ১৮ ফেব্রুয়ারী, ২০২১তারিখের মধ্যে পরীক্ষা গ্রহণ শেষ হবে। স্বাস্থ্য বিধি মেনে নিজ দায়িত্বে পরীক্ষায় অংশগ্রহণের ব্যাপারে শিক্ষার্থীদের অঙ্গীকারপত্র দিতে হবে। শিক্ষার্থীদের সুবিধার্থে আবাসনের বিষয়ে সহযোগিতা প্রদানের জন্য বিভাগসমূহকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। বিভাগীয় প্রধানগণ প্রয়োজনে কর্তৃপক্ষের সার্বিক সহায়তা নিতে পারবেন। পরিবহনের ব্যাপারে কর্তৃপক্ষের পক্ষ থেকে উদ্যোগ নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে ।
শিক্ষার্থীদের ভর্তি, কোর্স রেজিস্ট্রেশন এবং ক্রেডিট ফিস ৭ জানুয়ারি, ২০২১ তারিখের মধ্যে পরিশোধ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে ।
© 2021 SUST. All rights reserved.