শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট এর ২০২১-২২ শিক্ষাবর্ষে এম.ফিল/ পিএইচডি প্রোগ্রামে ভর্তির আবেদনের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় হিসাব নম্বরে ৫০০(পাঁচ শত) টাকা জমাদান পূর্বক নির্ধারিত আবেদপত্র আহবান করা যাচ্ছে। আবেদনপত্র www.sust.edu থেকে ডাউনলোড করা যাবে। আবেদন ফরম যথাযথভাবে পূরণ পূর্বক সংশ্লিষ্ট বিভাগে ২২/০৮/২০২১ হতে ২২/১১/২০২১ তারিখের মধ্যে জমা দিতে হবে।
© 2023 SUST. All rights reserved.