About Us

Notice Board

কোভিড-১৯ টিকার ১ম ডোজ সংক্রান্ত

Date : 2021/11/09 - 2021/11/30

স্মারক নং-একা ২১/৩৩৮ তারিখ: ০৯/১১/২০২১

বিশেষ বিজ্ঞপ্তি (কোভিড-১৯ টিকার ১ম ডোজ সংক্রান্ত )

এ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যারা কোভিড-১৯ এর টিকা গ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেনি, যারা রেজিস্ট্রেশন করেছে কিন্তÍ এসএমএস আসেনি বা টিকা গ্রহণের তারিখ নির্ধারিত হয়নি, যারা ঘওউ/জন্মসনদ দিয়ে রেজিস্ট্রেশন করেছে বা করতে পারেনি এরূপ সকল শিক্ষার্থী ১৪/১১/২০২১ তারিখ সকাল ১০:০০ থেকে বেলা ২ ঘটিকা পর্যন্ত শাবিপ্রবি মেডিক্যাল সেন্টারে উপস্থিত হয়ে ১ম ডোজের গ্রহণ টিকা গ্রহণ করতে পারবে। পরবর্তীতে টিকা দেয়ার তারিখ বর্ধিত করা হবে না। টিকা গ্রহণের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করলে তার কপি, ঘওউ/জন্ম সনদের মূল কপি সহ ফটোকপি এবং ঝঃঁফবহঃ ওউ কার্ডের ফটোকপি মেডিক্যাল সেন্টারে জমা দিতে হবে।

কর্তৃপক্ষের অনুমোদনক্রমে,

রেজিস্ট্রার

সদয় অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে অনুলিপি দেয়া হলোঃ
০১। কোষাধ্যক্ষ মহোদয়, শাবিপ্রবি।
০২। ডিন: স্কুল অব ফিজিক্যাল সায়েন্সেস, লাইফ সায়েন্সেস, সোশ্যাল সায়েন্সেস, এপ্লাইড সায়েন্সেস এন্ড টেকনোলজি,
এগ্রিকালচার এন্ড মিনারেল সায়েন্সেস, ম্যানেজমেন্ট এন্ড বিজনেস এডমিনিষ্ট্রেশন ও মেডিক্যাল সায়েন্সেস, শাবিপ্রবি।
০৩। বিভাগীয় প্রধান: পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, পরিসংখ্যান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং
এন্ড পলিমার সায়েন্স, সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাষ্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, পেট্টোলিয়াম
এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি, আর্কিটেকচার, অর্থনীতি,
সমাজবিজ্ঞান, সমাজকর্ম, পলিটিক্যাল ষ্টাডিজ, পাবলিক এ্যাডমিনিষ্ট্রেশন, নৃবিজ্ঞান, ফরেষ্ট্রি এন্ড এনভায়রন্মেন্টাল
সায়েন্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি, ব্যবসায় প্রশাসন, ইংরেজী, বাংলা, জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট,
ইলেকট্রিকেল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি ও সমুদ্রবিজ্ঞান বিভাগ, শাবিপ্রবি।
০৪। পরিচালক: আইআইসিটি, কম্পিউটার ও তথ্য কেন্দ্র, গবেষণা কেন্দ্র, সেন্টার অব এক্সিলেন্স, ওছঅঈ, আধুনিক ভাষা ইনস্টিটিউট ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গবেষণা সেল, শাবিপ্রবি।
০৫। প্রশাসক, মেডিক্যাল সেন্টার, শাবিপ্রবি।

০৬। গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত), শাবিপ্রবি।
০৭। প্রক্টর, শাবিপ্রবি।
০৮। হিসাব পরিচালক, শাবিপ্রবি।
০৯। পরিচালক, ছাত্র উপদেশ ও নির্দেশনা, শাবিপ্রবি।
১০। পরীক্ষা নিয়ন্ত্রক, শাবিপ্রবি।
১১। প্রভোষ্ট: শাহপরান হল, প্রথম ছাত্রী হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, বেগম সিরাজুন্নেসা চৌধুরী হল ও সৈয়দ মুজতবা আলী হল,
শাবিপ্রবি।
১২। ভাইস-চ্যান্সেলর মহোদয়ের সচিব, শাবিপ্রবি।
১৩। নথি।

উপ-রেজিস্ট্রার