শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শতভাগ কোভিড-১৯ টিকা কর্মসূচি নিয়ে আসার লক্ষ্যে যে সকল শিক্ষার্থী ইতোমধ্যে জাতীয় পরিচয়পত্র সংগ্রহের জন্য আবেদনপত্র জমা দিয়েছেন, তাদের এনআইডি নিবন্ধন কার্যক্রম আগামী ০৯ (সংযুক্ত তালিকার ১ থকে ২৫০) ও ১০ (সংযুক্ত তালিকার ২৫১ থকে ৪৮০) জানুয়ারি ২০২২ খ্রিঃ তারিখে অনুষ্ঠিত হবে। ০৯ ও ১০ জানুয়ারি প্রতিদিন সকাল ৯.০০ ঘটিকা থেকে কেন্দ্রীয় অডিটোরিয়ামে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে এনআইডি নিবন্ধন প্রক্রিয়া সম্পন্নের ব্যবস্থা নেয়া হয়েছে।
যথাসময়ে উপস্থিত হয়ে নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়ায় সকলের সহযোগিতা কামনা করা যাচ্ছে।
কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ও কার্যার্থে এ বিজ্ঞপ্তি জারী করা হলো।
স্বাঃ
(মুহাম্মদ ইশফাকুল হোসেন)
রেজিস্ট্রার
© 2022 SUST. All rights reserved.