শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গত ১৬ জানুয়ারি, ২০২২ তারিখে সংঘটিত ঘটনার সুষ্ঠু ও যথাযথ তথ্য উদঘাটনের জন্য বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কতৃক গঠিত তদন্ত কমিটি প্রত্যক্ষদশীদের নিকট থেকে প্রকৃত তথ্য ও প্রমাণাদি সংগ্রহের উদ্দেশ্যে সকল মহলের সহযোগিতা কামনা করছে। এতদুদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ে ১৬ জানুযারি, ২০২২ তারিখে সংঘটিত অনাকাঙ্খিত ঘটনার প্রত্যক্ষদশীদের তথ্য এবং ভিডিও ক্লিপ আগামী ৭ কাযদিবসের মধ্যে ডিন, ফিজিক্যাল সায়েন্সেসের অফিস কক্ষের সামনে রক্ষিত বাক্সে জমা দেয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। বক্তব্য অথবা তথ্যসমূহ bschall2022@sust.edu ইমেইলে প্রেরণ করা যাবে। এ ক্ষেত্রে তথ্য প্রদানকারীর বক্তব্য pdf করে বণিত ইমেইলে প্রেরণ করতে হবে। প্রয়োজনে ডাকযোগেও বক্তব্য/ তথ্য ডিন, স্কুল অব ফিজিক্যাল সায়েন্সেস, শাবিপ্রবি, সিলেট এই ঠিকানায় প্রেরণ করা যাবে। আগ্রহীগণ ব্যক্তিগত শুনানিতে অংশগ্রহণ করতে চাইলে জানাতে পারবে।
তথ্য প্রদানকারীদের নাম, ঠিকানা বা পরিচয় কঠোরভাবে গোপন রাখা হবে।
প্রফেসর ড. মো: রাশেদ তালুকদার
ডিন, স্কুল অব ফিজিক্যাল সায়েন্সেস
ও
আহ্বায়ক, তদন্ত কমিটি।
© 2022 SUST. All rights reserved.