About Us

Notice Board

শাবিপ্রবি সিলেট এর পিএইচ.ডি প্রোগ্রামে অধ্যয়নরত গবেষকদের থিসিস মূল্যায়নের পূর্বে নিম্নলিখিত শর্ত প্রযোজ্য হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে । (বিজ্ঞপ্তি সংযুক্ত)

Published Date : 2023/04/04

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সিন্ডিকেটের ২২৭ তম সভায় এবং একাডেমিক কাউন্সিলের ১৭১ তম সভায় অনুমোদিত, এডভান্সড স্টাডিজ বোর্ডের ২৭ ফেব্রুয়ারী, ২০২৩ তারিখে অনুষ্ঠিত ৮৭ তম সভায় পিএইচ.ডি প্রোগ্রামে অধ্যয়নরত গবেষকদের থিসিস মূল্যায়নের পূর্বে নিম্নলিখিত শর্ত প্রযোজ্য হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে ;
“শিক্ষাবর্ষ ২০১৬-২০১৭ পর্যন্ত চাকুরীরত অবস্থায় পিএইচ.ডি প্রোগ্রামে অধ্যয়নরত গবেষকদের মধ্যে যারা থিসিস পেপার জমাদানের পূর্বে কর্মস্থল থেকে ছুটি নেননি তাঁরা সোনালী ব্যাংক, শাবিপ্রবি শাখায় বিশ^বিদ্যালয়ের সংশ্লিষ্ট হিসাব নম্বরে ১(এক) লক্ষ টাকা জমা দিযে ব্যাংক রশিদসহ থিসিস পেপার বিভাগে দাখিল করবেন। বিভাগ থিসিস মূল্যায়নের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। ইতোমধ্যে যাদের থিসিস মূল্যায়ন কমিটি অনুমোদন হয়েছে এবং থিসিস পেপার জমা দিয়েছেন কিন্তু কর্মস্থল থেকে ১(এক) বছরের ছুটির প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেননি বা ছুটি নেননি তাদেরকে ১(এক) লক্ষ টাকা ব্যাংকে জমাদানপূর্বক ব্যাংক রশিদ সংশ্লিষ্ট বিভাগে জমা দিয়ে থিসিস মূল্যায়নের আবেদন করতে হবে।
ছুটির পরিবর্তে টাকা জমা দেয়ার এই সুযোগ পরবর্তীতে আর কার্যকর থাকবে না। পরবর্তী শিক্ষাবর্ষ থেকে অধ্যাদেশ অনুযায়ী অবশ্যই ছুটি নিতে হবে।