About Us

Notice Board

করোনা ভাইরাস সংক্রান্ত সুরক্ষা প্রসঙ্গে

Date : 2020/07/06 - 2020/12/06

বিশেষ বিজ্ঞপ্তি:

করোনা মহামারীর দুঃসহ বাস্তবতায় বিশ্বের বিভিন্ন দেশের ন্যায় সঙ্গত কারণেই আমাদের এ বিশ্ববিদ্যালয় পরিবারও করোনা আক্রান্তের শংকায় রয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রত্যাশা যে, বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যগণ প্রচলিত স্বাস্থ্যবিধি অনুসরণ করে স্ব স্ব পরিবারের সদস্যগণসহ সকলেই নিজেদের সুরক্ষা ও নিরাপদ স্বাস্থ্যসম্মত অবস্থানে থাকবেন।

বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যগণের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় ইতোমধ্যে স্বাস্থ্য বীমা চালুসহ সরকারী হাসপাতাল ও মাউন্ট এডোরা হাসপাতাল, সিলেটের সাথে বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক চুক্তি রয়েছে।

করোনা ভাইরাসজনিত কোভিড-১৯ এ কেহ আক্রান্ত হলে বা অন্য কোন স্বাস্থ্যগত সমস্যা দেখা দিলে ঐ হাসপাতাল সমূহে বিধি মোতাবেক সেবা পাওয়া যাবে। বিশেষজ্ঞদের মতে, যে কোন পরিস্থিতিতে মনোবল দৃঢ় রাখা আবশ্যক। ভাইরাসজনিত স্বাস্থ্য সমস্যার ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করলে কর্তৃপক্ষ যথাযথ সহযোগিতা প্রদানের প্রয়াস অব্যাহত রাখবে।

এ সংকটকালে সকলের স্বাস্থ্য সুরক্ষায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশক্রমে এ বিজ্ঞপ্তি জারী করা হলো।রেজিস্ট্রার
শাবিপ্রবি, সিলেট।
মোবাইল নং: ০১৯১৩ ৭৮৫১০৮