About Us

Notice Board

মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া, সিলেট এ করোনাকালীন সময়ে দ্রুত সেবা প্রাপ্তি প্রসঙ্গে।

Date : 2020/07/21 - 2020/12/21

মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া, সিলেট সাধারণ রোগীর পাশাপাশি করোনা আক্রান্ত রোগীদের জন্য সম্পুর্ণ আলাদা ব্যবস্থাপনায় ”করো আইসোলেশন ইউনিট” চালু করে সেবা শুরু করা হয়েছে । শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্পোরেট সহযোগী হিসাবে অগ্রাধিকার ও দ্রুততা নিশ্চিত কল্পে জরুরী মুহূর্তে সেবা পেতে এম্বুলেন্স সার্ভিস সহ সকল ধরনের সেবার জন্য মাউন্ট এডোরা হসপিটাল এর সাথে যোযোগ করার আহ্বান জানানো হচ্ছে।