০২/১১/২০১৯ তারিখে অনুষ্টিত সিন্ডিকেটের ২১৪তম সভার সিদ্ধান্তে কর্মকর্তাদের আপগ্রেডেশনের বাছাই বোর্ড বছরে ০২ বারের পরিবর্তে প্রতি ০৪ মাস অন্তর ০৩ বার করার পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে বছরে এপ্রিল, আগস্ট, ডিসেম্বর মাসের ৩০/৩১ তারিখে আপগ্রেডেশনের যোগ্য কর্মকর্তাদের নিকট হতে দরখাস্ত আহবানের সিদ্ধান্ত গৃহীত হয়।
© 2021 SUST. All rights reserved.