News and Events
আইকিউএসিতে সিএসই ও আইপিই বিভাগের শিক্ষকদের নিয়ে Training Series on Accreditation: Curriculum (Std.4) and Teaching Learning and Assessment (Std.5) শীর্ষক প্রশিক্ষণ
Date : 18 Mar 2024
আজ ১৮ মার্চ, ২০২৪ তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট- এ সকাল ১০ টায় আইকিউএসির আয়োজনে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সকল শিক্ষকদের নিয়ে Training Series on Accreditation- Curriculum (Std. 4) and Teaching Learning & Assessment (Std. 5) শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, শিক্ষকদের শিক্ষাদান হতে হবে কার্যকরী ও মানসম্পন্ন। আর এই কাজগুলোকে আইকিউএসি সহজ করার জন্যই প্রতিনিয়তই বিভিন্ন ট্রেনিং এর ব্যবস্থা করে যাচ্ছে। এজন্য আইকিউএসিকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই আয়োজন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকদের যুগোপযোগী কোর্স প্রোফাইল ও প্রশ্নপত্র তৈরিতে দক্ষ করে গড়ে তুলবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন এবং কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ মুহসিন আজিজ খান এবং সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক জনাব ইশরাত ইবনে ইসমাইল এবং প্রফেসর ড. মো. মাহবুবুল হাকিম।
দিনব্যাপী এ প্রশিক্ষণে বিভাগদ্বয়ের ৩৩ জন শিক্ষক অংশগ্রহণ করেন।